ইউনিয়নের সংক্ষিপ্ত বর্ণনাঃ
জালালাবাদ ইউনিয়ন
জালালাবাদ ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগ-এর গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন।
ইতিহাস ও নামকরণ: শুকতাইল ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে স্বাধীনতা পরবর্তী সরকারের মাননীয় তার ও টেলিযোগাযোগ মন্ত্রী মরহুম মোল্লা জালাল উদ্দিনের স্মৃতি বিজড়িত এলাকায় তার নাম অনুসারে জালালাবাদ ইউনিয়ন এর নাম করণ করা হয়।
ভৌগোলিক অবস্থান: 23°07'41.4" উত্তর = 89°44'08.6" পূর্ব
জালালাবাদ ইউনিয়ন এর উত্তর, পশ্চিম এবং দক্ষিণ তিন দিকেই মধুমতি নদী অবস্থিত এবং পূর্ব পাশে গোপীনাথপুর ইউনিয়ন ও পূর্ব দক্ষিণ পাশে শুকতাইল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক অবকাঠামো: ৯ টি ওয়ার্ড এবং ১৪ টি গ্রাম নিয়ে এ জালালাবাদ ইউনিয়ন গঠিত।
১ জন চেয়ারম্যান ৯টি ওয়ার্ডে ৯ জন ওয়ার্ড সদস্য এবং ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।
চেয়ারম্যান ও সদস্যগন জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন।